Election Bond: কোন রাজনৈতিক দলের কত অনুদান, প্রকাশ্যে নির্বাচনী বন্ডের তথ্য। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: কোন রাজনৈতিক দলের কত অনুদান, প্রকাশ্যে নির্বাচনী বন্ডের তথ্য। সবচেয়ে বেশি অনুদান, ৬ হাজার ৬০ কোটি টাকা পেয়েছে বিজেপি (BJP)। নির্বাচনী বন্ডে বিজেপির একারই প্রাপ্তি ৪৭.৫ শতাংশ অনুদান। দ্বিতীয় স্থানে তৃণমূল, বন্ডে প্রাপ্তি ১ হাজার ৬০৯ কোটি টাকা। তৃতীয় স্থানে কংগ্রেস, বন্ডে প্রাপ্তি ১ হাজার ৪২১ কোটি টাকা। চতুর্থ স্থানে বিআরএস, বন্ডে প্রাপ্তি ১ হাজার ২১৪ কোটি টাকা। পঞ্চম স্থানে বিজেডি, বন্ডে প্রাপ্তি ৭৭৫ কোটি টাকা। ষষ্ঠ স্থানে ডিএমকে, বন্ডে প্রাপ্তি ৬৩৯ কোটি টাকা। সবচেয়ে বেশি অনুদান দিয়েছে ফিউচার গেমিং অ্য়ান্ড হোটেল সার্ভিসেস, মেঘনা ইঞ্জিনিয়ারিং অ্য়ান্ড ইনফ্রাস্টাকচার লিমিটেড । রাজনৈতিক দলগুলিকে নির্বাচনী অনুদান দিয়েছে ভারতী এয়ারটেল, আইটিসি, বেদান্ত। নির্বাচনী অনুদান দিয়েছে ফিনোলেক্স কেবলস, এডেলওয়াইস ফিন্য়ান্স লিমিটেড, জিন্দাল পলি ফিল্মস, জিন্দাল স্টিল। তালিকায় জে কে সিমেন্ট, বাজাজ ফিন্য়ান্স, ডিএলএফ, স্পাইসজেট, মুথুট ফিন্য়ান্স। নির্বাচনী বন্ডের সংখ্যা জানাতেই হবে এসবিআইকে, নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য ওয়েবসাইট থেকে তুলে নেওয়ার আর্জি নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের আর্জি মানল সুপ্রিম কোর্ট। তার আগে নির্বাচনী বন্ডের তথ্য নিজেদের ওয়েবসাইটে আপলোড করে কমিশন। নির্বাচনী বন্ডের ক্রেতা, বন্ড বিক্রির তারিখ ও বন্ডের মূল্য়ের তথ্য আপলোড করা হয় । ২০১৯ থেকে জানুয়ারি, ২০২৪: বন্ডে কার কত প্রাপ্তি? জানাল কমিশন। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram