Howrah Accident : সাঁতরাগাছিতে দুর্ঘটনা, ব্রিজের রেলিং ভেঙে ঝিলে লরি
সাঁতরাগাছি (Santragachi) ব্রিজ থেকে রেলিং ভেঙে ঝিলে পড়ে গেল একটি লরি (Accident in Santragachi)। আজ ভোরে ঘটনাটি ঘটে সাঁতরাগাছি ব্রিজে। পুলিশ সূত্রে খবর লরিটি কলকাতা থেকে সাতরাগাছি ব্রিজে উঠেছিল সেই সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মেরে নিচে পড়ে যায়। ড্রাইভার ও খালাসির কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও দমকল কর্মীরা রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান লরিটি ব্রেক ফেল করলে দুর্ঘটনা ঘটে।
Tags :
ABP Ananda Accident ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Bengali News Santragachi Howrah Accident Howarh 17 July News Santragachi Accident ABP Ananda