Morning Headlines 17 July : ২০ জুলাই মাধ্যমিকের ফলপ্রকাশ

Continues below advertisement

মঙ্গলবার মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result)। সকাল ৯টায় আনুষ্ঠানিক ফল প্রকাশ। ১০টা থেকে ওয়েবসাইটে ফল। ফল প্রকাশের দিনই অভিভাবকদের হাতে দেওয়া হবে মার্কশিট। প্রকাশিত হবে না মেধাতালিকা। 

আদালতের নির্দেশ মেনেই উচ্চ প্রাথমিকে (Upper Primary Recruitment) নিয়োগ। ১৯ জুলাই ইন্টারভিউ। চলবে ৪ অগাস্ট পর্যন্ত। নিয়োগ তথ্য মিলছে ওয়েবসাইটে। শূন্যপদ ১৪ হাজার ৩৩৯ জন। জানালেন শিক্ষামন্ত্রী। 

আজ রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির প্রবেশিকা জয়েন্ট এন্ট্রাস (Joint Entrance Examination)। করোনা (Corona) কালে প্রথম পরীক্ষাকেন্দ্রে হাজির হয়ে পরীক্ষা দেবেন ৯২ হাজারের বেশি পরীক্ষার্থী। রেল, মেট্রো, স্টাফ স্পেশালে মিলবে ছাড়। 

এনএইচআরসি (NHRC) হিংসার রিপোর্টে তরজা তুঙ্গে। 

এনএইচআরসির (National Human Rights Commission of India) রিপোর্ট নিয়ে আইনী পরামর্শ রাজ্যেরে। কুখ্যাত দুষ্কৃতী হিসেবে নাম থাকাদের দিয়ে মানহানির মামলা করানোর সম্ভাবনা। হাইকোর্টের (High Court) রিপোর্টকে চ্যালেঞ্জের সম্ভাবনা। যাওয়া হতে পারে সুপ্রিম কোর্টে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram