Amta Murder: হাওড়ায় খুন তৃণমূল নেতা, অরূপ বললেন, সিপিএম ও বিজেপি-র বহিরাগতদের কাজ
Continues below advertisement
সাতসকালে পুকুর থেকে উদ্ধার হল নিখোঁজ তৃণমূল নেতার মৃতদেহ। সিপিএমের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে পথে নামল তৃণমূল। হাওড়ার আমতার চাটরা-মোল্লাপাড়ার ঘটনা। মৃত লাল্টু মিদ্যা তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। প্রতিবাদে এদিন আমতা চন্দ্রপুর ফাঁড়ির সামনে আমতা-রানিহাটি রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। একঘণ্টা অবরোধ চলার পর, পুলিশ ও র্যাফ নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জের, প্রতিক্রিয়া সিপিএমের। ঘরছাড়া সিপিএম কর্মীদের ফেরাতে মাসদেড়েক আগে ওই এলাকায় যান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সিপিএম নেতাকে কালো পতাকা দেখানো হয়। তারপর থেকেই এলাকায় উত্তেজনা ছিল। অরূপ রায়ের দাবি, সিপিএম এবং বিজেপি-র বহিরাগতরাই খুনের ঘটনা ঘটিয়েছে।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Arup Roy Bengali News ABP Ananda LIVE Howrah ABP Ananda Digital ABP Ananda Amta Murder ABP Ananda Bengali News TMC Worker Murder