Calcutta High Court: হাইকোর্টেই গ্রেফতার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হাওড়ার ব্যবসায়ী
হাইকোর্টেই গ্রেফতার আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হাওড়ার ব্যবসায়ী শৈলেশ পাণ্ডে। গ্রেফতার শৈলেশের সহযোগী প্রসেনজিৎ দাস। গত অক্টোবরে শৈলেশের হাওড়ার বাড়ি থেকে ইডি অভিযানে উদ্ধার হয় ৮ কোটি টাকার বেশি। টাকা উদ্ধারকাণ্ডে গ্রেফতার হয় শৈলেশের দাদা ও ভাই-সহ ৪ জন। সম্প্রতি নিম্ন আদালত থেকে এই মামলায় জামিন পান শৈলেশ ও প্রসেনজিৎ। আজ দুই অভিযুক্তকে এজলাসে হাজির থাকার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই মোতাবেক এজলাসে হাজির ছিলেন ২ জন। নিম্ন আদালতের রায়কে খারিজ করে তৎক্ষণাৎ ২ অভিযুক্তকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেন বিচারপতি। দুপুর ৩টের মধ্যে নিম্ন আদালতে হাজির করানোর জন্য ইডি-কে নির্দেশ।