Howrah: ভ্যাকসিনেশনে দলবাজির অভিযোগ, হাওড়ার জগত্বল্লভপুরে তৃণমূল ও বিজেপি কর্মীদের সংঘর্ষ
ভ্যাকসিনেশন নিয়ে ধুন্ধুমার। পিস্তল হাতে প্রকাশ্যে দাপাদাপি। বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ। লাঠি, রড, ইট নিয়ে তাড়া। উঠল বোমাবাজিরও অভিযোগ।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ভ্যাকসিনেশন শুরু হয় হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। গ্রামবাসীরা ভোররাত থেকে লাইন দেন। আচমকাই কয়েকজন গ্রামবাসী অভিযোগ করেন, বেছে বেছে তৃণমূলের কর্মী সমর্থকদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
এ নিয়ে অভিযোগকারীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি কর্মী-সমর্থকরা।
এরপরই শুরু হয়ে যায় পুরোদস্তুর রাজনৈতিক সংঘর্ষ।
একদলকে প্রথমে দেখা যায় মারমুখী ভঙ্গিতে এগিয়ে যেতে। তারপর দ্বিতীয় দল লাঠি, ইট নিয়ে তাড়া করে। দ্বিতীয় দলের একজনকে দেখা যায় আগ্নেয়াস্ত্র তাক করতে। তখন গোটা রাস্তা জুড়ে রীতিমতো তাণ্ডব চলছে। বন্ধ হয়ে যায় ভ্যাকসিনেশন কর্মসূচি। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।