Howrah Dacoity: ১২ ঘণ্টার মধ্যে ডোমজুড়ে কর্মাশিয়াল কমপ্লেক্সে ডাকাতির কিনারা। ABP Ananda Live
Continues below advertisement
West Bengal News: হাওড়ার ডোমজুড়ে কর্মাশিয়াল কমপ্লেক্সের মধ্যে মোটরবাইক ও গাড়ি নিয়ে ঢুকে ডাকাতি, বাধা দিলে নিরাপত্তা রক্ষীকে মারধর, কয়েক লক্ষ টাকার সামগ্রী লুঠের অভিযোগ উঠল। ১২ ঘণ্টার মধ্যে ডাকাতির কিনারা। চার দুষ্কৃতীকে গ্রেফতার করল ডোমজুড় থানার পুলিশ। শুক্রবার রাত দেড়টা নাগাদ ডোমজুড়ের জালান কমপ্লেক্সে ডাকাতির ঘটনা ঘটে। ১০-১২ জনের ডাকাতদল নিরাপত্তা রক্ষীদের মারধর করে, বাইক, গাড়ি নিয়ে কমপ্লেক্সে ঢুকে পড়ে। গুদামের তালা ভেঙে লুঠ করে ৪ টন জিঙ্ক বার। এমনকী, গুদামের CC ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে পালায় দুষ্কৃতীরা। হাইওয়েতে লাগানো CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে প্রথমে ডাকাতদের গাড়ি চিহ্নিত করে পুলিশ। সেই সূত্র ধরে চার জনকে পাকড়াও করা হয়। উদ্ধার হয় লুঠের সামগ্রী।
Continues below advertisement