Howrah: হাওড়ায় বিধ্বংসী আগুন, ভস্মীভূত জুটমিলের একাংশ
Continues below advertisement
ফের হাওড়ার ফোরশোর রোডে বিধ্বংসী আগুন। ভস্মীভূত জুটমিলের একাংশ। আজ ভোর পৌনে ৫টা নাগাদ ফোরশোর রোডের বিজয়শ্রী জুটমিলের গুদামে আগুন লাগে। প্রচুর পরিমাণে পাট মজুত থাকায় দাউদাউ করে জ্বলতে থাকে গুদাম। দমকলের ২টি ইঞ্জিন ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এর আগে ১০ অক্টোবর, এই ফোরশোর রোডেই বিধংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৩টি কারখানা ও একটি গুদাম। ওই দিন খোদ দমকলমন্ত্রী সুজিত বসুই অভিযোগ করেন, ফোরশোর রোডে অনেক কারখানা বা গুদামেরই অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথাযথ নয়। একের পর এক আগুন লাগার ঘটনা এবার প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছে।
Continues below advertisement