Howrah Station: হাওড়া স্টেশনে সাহায্যের নামে বয়স্ক দম্পতির সর্বস্ব লুঠের অভিযোগ। Bangla News
হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামতেই সাহায্যের নামে বয়স্ক দম্পতির সর্বস্ব লুঠের অভিযোগ। রেল সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ হলদিয়া লোকালে হাওড়ায় নামেন বেলঘরিয়ার বাসিন্দা ওই দম্পতি। অভিযোগ, বয়স্ক দম্পতিকে সাহায্যের নামে ৩-৪ জন যুবক প্ল্যাটফর্মের মধ্যেই ব্যাগ টেনে নিয়ে চম্পট দেয়। নগদ টাকা ও সোনার গয়না খোয়া গিয়েছে বলে অভিযোগ। রাতেই হাওড়া জিআরপি-তে অভিযোগ দায়ের হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
Tags :
Howrah Station Howrah ABP Ananda Bengali News ABP Ananda Digital Bangla News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Elderly Couple Robbed এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ