Howrah: হাওড়ায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বচসা, যুবককে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ।Bangla News
Continues below advertisement
বিড়ি চাওয়াকে কেন্দ্র করে তিন যুবকের মধ্যে বচসা ও হাতাহাতি। তার জেরে মুষলি রাও নামে এক যুবককে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। আহত হয়েছেন রঞ্জিত সিং নামে আরও এক যুবক। ঘটনা ঘটেছে হাওড়া থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, রামকৃষ্ণপুর ঘাটে গতকাল রাত ১২টা নাগাদ ৩ যুবক, মুষলি রাও, রাজু রাও এবং রঞ্জিত সিং বসে গল্প করছিলেন। আচমকাই বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বিবাদ বাধে। অভিযোগ, তারপরই বাঁশ নিয়ে মুষলির ওপর চড়াও হন রাজু। মুষলিকে বাঁচাতে গিয়ে আহত হন রঞ্জিত। গুরুতর আহত মুষলির মৃত্যু হয় হাওড়া জেলা হাসপাতালে। রাজু রাওকে গ্রেফতার করছে পুলিশ।
Continues below advertisement
Tags :
Death ABP Ananda Howrah Beaten To Death ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Khobor Bangla News Live Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Youth Beaten To Death