Howrah: ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ভস্মীভূত ৪টি বাস

Continues below advertisement

হাওড়়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ৪টি বাসে আগুন। পার্কিং লটেই ভস্মীভূত ৪টি বাস। দমকলের ২ টি ইঞ্জন আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। আগুন নেভানোর জন্য আশপাশের এলাকার মানুষ ঘটনাস্থলে আসেন।

অন্যদিকে, তুষার মেহেতার (Tuhar Mehta) অপসারণের দাবিতে এবার সুর চড়াল তৃণমূল কংগ্রেস (TMC)। "সরকারি আইনজীবী অভিযুক্তকে পরামর্শ দিতে পারেন না। তাঁর নিরপেক্ষভাবে কাজ করা উচিত। বিজেপির (BJP) হয়ে কাজ করবেন না।" ট্যুইট করে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে কটাক্ষ করলেন ডেরেক-ও-ব্রায়েন (Derek O'Brien)। পাশাপাশি সরব হয়েছেন কুণাল ঘোষও (Kunal Ghosh)। তিনি তুষার মেহতাকে নিশানা করে ট্যুইটারে লেখেন, "ভালো করে ভেবে দেখুন শুভেন্দুর (Suvendu Adhikari) সঙ্গে আপনার দেখা হয়েছিল কিনা। নারদ কাণ্ডে (Narada Scam) সিবিআই-এর (CBI) এফআইআর-এ নাম থাকা শুভেন্দু অধিকারী আপনার বাড়ি গিয়েছিলেন। এটা কি প্রভাবশালী হিসেবে প্রভাব খাটানো নয়? সেক্ষেত্র গ্রেফতার হবে না কেন?" অন্যদিকে, সলিসিটর জেনারেল তুষার মেহতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগেস (TMC)। আগামীকাল রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram