Howrah Fire Incident: বাগনান স্টেশনের কাছে সোনাপট্টিতে আগুন, 'শর্ট সার্কিট' থেকেই দুর্ঘটনা ?

Continues below advertisement

Howrah Fire Incident: হাওড়ার বাগনান স্টেশনের কাছে সোনাপট্টিতে আগুন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। সকালে বাগনান স্টেশন লাগোয়া সোনাপট্টির একটি দোকানে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে দোকানজুড়ে। স্থানীয়দের অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।  অপরদিকে, তপসিয়ায় অ্যালুমিনিয়াম সামগ্রীর গুদামে আগুন। এই মুহূর্তে দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। সকাল সাড়ে ৮টা নাগাদ তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনে আগুন লাগে। গুদাম থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘিঞ্জি এলাকা হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন, রাজ্য় পেল আরও তিন বন্দে ভারত। ঝাড়খণ্ডের টাটানগর থেকে ৬টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্য়ে বাংলা পেল হাওড়া-ভাগলপুর, হাওড়া-গয়া এবং হাওড়া-রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস। এদিন হাওড়া-রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন উপলক্ষে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেল বাংলা। ABP Ananda LIVE 
 
 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram