RG Kar Case: RG কর কাণ্ডে প্রতিবাদ নৈহাটি নাগরিক সমাজের, ' স্কুলের স্যারেদের ওপর হামলা..' !

Continues below advertisement


RG Kar Case: রবিবাসরীয় বিকেলে পথে নেমে প্রতিবাদ নৈহাটি নাগরিক সমাজের। শিক্ষক, চিকিৎসক থেকে নাট্যকর্মী সকলেই অংশ নেন সেই মিছিলে। ছিলেন কলকাতার নাট্যকর্মী, অভিনেতারাও। দোষীদের দ্রুত শাস্তির দাবিতে সোচ্চার হন সকলে। হাতে ধরা প্রতিবাদের পোস্টার। প্ল্যাকার্ডে সুবিচারের দাবি। সুবিচার না মেলা পর্যন্ত, ল়ড়ে যাওয়ার অঙ্গীকার সব বয়সের , সব স্তরের মানুষের। বৃষ্টি মাথায় নিয়ে একসঙ্গে মিছিল নবীন-প্রবীণদের। বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে মুখর উত্তর ২৪ পরগনার নৈহাটির রাস্তা। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রবিবাসরীয় বিকেলে পথে নামল নৈহাটি নাগরিক সমাজ। শিক্ষক, চিকিৎসক থেকে নাট্যকর্মী সকলেই অংশ নেন সেই মিছিলে। ছিলেন কলকাতার নাট্যকর্মী, অভিনেতারাও। এখানেই একাধিক প্রতিবাদীর ওপর হামলা হয়েছিল গত সপ্তাহে। স্কুলের শিক্ষিকা ইন্দ্রাণী কুণ্ডু মুখোপাধ্যায় বলেন,  প্রাক্তনীদের মিছিল ছিল। আমরা রামকৃষ্ণ মোড়ে পৌঁছে শুনলাম আরও স্কুলের স্যারেদের ওপর হামলা হয়েছে। আমরা অবরোধ করি তারপর লোকজন ঢুকে পড়ে ধাক্কাধাক্কি হয়। আমাকে মারধর করে। অনেক মহিলাদের ওপর হামলা হয়। বিচার না মেলা পর্যন্ত আন্দোলন চলবে। আর জি কর-কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। বিচারের দাবিতে সরব শহর থেকে জেলার লক্ষ লক্ষ মানুষ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। সেদিকে তাকিয়ে গোটা রাজ্যের মানুষ। ABP Ananda LIVE 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram