Bally Girl Suicide: হাওড়ায় নাবালিকার রহস্যমৃত্যু, উঠছে প্রশ্ন

বালিতে (Bally) নাবালিকার অস্বাভাবিক মৃত্যু (Mysterious Death)। এক ব্যক্তির ব্ল্যাকমেলের জেরেই আত্মঘাতী হয়েছে মেয়ে। অভিযোগ পরিবারের। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। ভিডিও মেকার অ্যাপ এবং ইউটিউবার হিসেবেও বন্ধুমহলে ছিল সুনাম। হঠাৎ‍ই শেষ জীবন। হাওড়ার বালিতে মৃত্যু হল বছর ১৪-র পামেলা অধিকারীর (Pamela Adhikari)। উদ্ধার হল ঝুলন্ত দেহ। আর মেয়ের এই মর্মান্তিক পরিণতির জন্য, এক ব্যক্তির দিকে আঙুল তুলছেন মৃতার মা। বাড়ির ছোট মেয়ে পামেলা অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পড়াশোনার পাশাপাশি নিয়মিত ক্যারাটেও শিখত। 
ইউটিউবে নিয়মিত আপলোড করত নিজের নানারকম ভিডিও। পুলিশ সূত্রে খবর, মৃতার মা থানায় অভিযোগ জানিয়ে বলেছেন, সানি খান (Sunny Khan) নামে একজনের কাছে পামেলার কোনও আপত্তিকর ছবি ছিল। সেই ছবি ফাঁস করে দেবেন বলে ব্ল্যাকমেল করছিলেন তিনি। সেই কারণেই আত্মহত্যা (Girl Suicide) করেছে মেয়ে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola