Domjur Dacoity: ডোমজুড়ে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: রানিগঞ্জকাণ্ডের ২দিনের মাথায় রাজ্যে ফের ডাকাতি। এবার ডোমজুড়ে সোনার দোকানে ভয়াবহ ডাকাতি। ভরদুপুরে বাইকে চেপে সোনার দোকানে চড়াও ৪ সশস্ত্র দুষ্কৃতী। বন্দুকের বাঁট দিয়ে মারধর করে লুঠপাট। থানা থেকে ৭০০ মিটার দূরে সোনার দোকানে ডাকাতি। 

অন্য়দিকে, রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও ১। গিরিডির জঙ্গল থেকে জখম অবস্থায় গ্রেফতার আরও ১ দুষ্কৃতী । সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনায় ধৃতের নাম সোনু সিংহ। রবিবার রানিগঞ্জে সেনকো গোল্ডের শোরুমে ১ কোটি ৮০ লক্ষ টাকার গয়না লুঠ করে দুষ্কৃতীরা। ডাকাতির পর গাড়ি ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতীরা।                                                    

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram