Domjur Robbery: ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতি, মূলপাণ্ডা 'চাচি' পুলিশের জালে, গ্রেফতার আরও ১

Continues below advertisement

ABP Ananda Live: বাংলায় আনা হল ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির মূল পাণ্ডা 'চাচি'কে। 'চাচি' সহ ২ জনকে বিহার থেকে বাংলায় নিয়ে এল পুলিশ। ডোমজুড়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার বিহারের 'চাচি' ওরফে আশা দেবী। কোথায়, কীভাবে ডাকাতি হবে, সব ঠিক করে দিত 'চাচি'। ডাকাতির আগে রেকি, ডাকাতির পর পালানোর রাস্তা থেকে লুঠের জিনিস বিক্রি, সবকিছুই ঠিক করে দিত বিহারের 'চাচি', দাবি পুলিশের। আগে সুবোধ সিংহর গ্যাংয়ে কাজ করত চাচি, পরে নিজেদের টিম তৈরি করে। 

হাওড়া জেলার ডোমজুড়ের সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিহার থেকে গ্রেফতার কলকাতায় আনা হয়েছে মূল চক্রী আশা মাহাতো ওরফে চাচিকে। একমাসের মধ্যে এই ডাকাতির ঘটনায় তাকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গে আনতে সক্ষম হয়েছে পুলিশ। জানা গেছে, ওই কুখ্যাত ডাকাতরানীকে চাচি নামেই ডাকত তার দলের লোকজন ও অন্যান্য অপরাধীরা। যদিও আশা মাহাতো নামে ওই মধ্যবয়সী মহিলার দাবি, সে ডোমজুড়ের ডাকাতির মামলা সম্পর্কে কিছুই জানে না। চাষাবাদ নিয়েই থাকে। যদিও পুলিশ বলছে অন্য কথা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram