Howrah News: 'পুলিশ-প্রশাসন আরও বেশি অমানুষ হয়ে যাচ্ছে..', কী বললেন দীপ্সিতা ধর ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আরজিকর কান্ড এবং জেলা হাসপাতালে কিশোরী যৌন নির্যাতনের প্রতিবাদে ডি ওয়াই এফ আই কর্মীদের স্বাস্থ্য দপ্তর ঘেরাও। আজ বিকালে ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাম কর্মীরা মিছিল করে হাওড়া ময়দানে স্বাস্থ্য দপ্তরের অফিস ঘেরাও করে। আগে থেকেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। পুলিশ রাফ কমব্যাট ফোর্সের পাশাপাশি রোবোকপ নামানো হয়। ময়দান চত্বরে বিভিন্ন জায়গায় পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়।দীপ্সিতা ধরের অভিযোগ, 'আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। ডেপুটেশন দিতে যাওয়ার কথা ছিল। হাঙ্গামা হওয়ার কথা নেই। আমাদের কাছে অস্ত্র নেই। যেদিন সুপারকে ঘেরাও করেছিলাম। এই শর্তেই ঘেরাও তুলেছিলাম যে সিএমওএইচ-এর কাছে ডেপুটেশন দেব। পুরো রাস্তাটা কর্ডন করে রেখেছে। একটা ডেপুটেশনে কেন এত ভয়? ১৩ বছরের একটা মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। মেয়েটা সাহস না দেখালে ওর অবস্থা তিলোত্তমার মতো হতো না এই গ্য়ারান্টি কেউ দিতে পারে না... পুলিশ-প্রশাসনের কোনও অনূভূতি নেই...পুলিশ-প্রশাসন আরও বেশি অমানুষ হয়ে যাচ্ছে।'