Howrah Station: হাওড়া স্টেশন থেকে উদ্ধার আড়াই কোটিরও বেশি টাকা দামের সোনা!
Continues below advertisement
হাওড়া স্টেশন থেকে উদ্ধার আড়াই কোটিরও বেশি টাকা দামের সোনা। আটক দক্ষিণ ভারত ফেরত কলকাতার স্বর্ণ ব্যবসায়ী। সোনা বাজেয়াপ্ত করেছে আরপিএফ। গতকাল সন্ধেয় হাওড়া স্টেশনে নামেন ললিত কুমার নামে ওই যাত্রী। আরপিএফ সূত্রে খবর, আদতে তামিলনাড়ুর কোয়ম্বত্তুরের বাসিন্দা ওই ব্যক্তির কলকাতায় সোনার দোকান রয়েছে।সম্প্রতি দক্ষিণ ভারত থেকে সোনা নিয়ে ওড়িশার ভুবনেশ্বরে যান তিনি। অর্ডার বাতিল হওয়ায় সোনা নিয়ে কলকাতায় ফেরার পথে, গতকাল হাওড়া স্টেশনে ধরা পড়েন। স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ কেজি ১৩৫ গ্রাম সোনা, যার বাজারমূল্য ২ কোটি ৬২ লক্ষ ৩৫ হাজার ৫০০ টাকা।
Continues below advertisement
Tags :
ABP Ananda Howrah Station Howrah ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Howrah Gold Seized