Udaynarayanpur Flood Panic : উদয়নারায়ণপুরে রাস্তার ওপর দিয়ে বইছে জল, চাষের জমি জলের তলায় যাওয়ার আশঙ্কা

দফায় দফায় বৃষ্টি ও ডিভিসি ( DVC ) জল ছাড়ায়, উদয়নারায়ণপুরে প্লাবনের ( Udaynarayanpur Flood ) আশঙ্কা দেখা দিয়েছে। দামোদরের ( Damodar )  জল বাঁধ টপকে উদয়নারায়ণপুরের ডিভুশুট, কুরচি শিবপুর, টোকাপুর, হোদল, হরিহরপুর, শিবানীপুর সহ একাধিক গ্রামে ঢুকতে শুরু করেছে। ডিভুশুট রাস্তার ওপর দিয়ে বইছে জল। চাষের জমি জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা। পুজোর মুখে বন্য়ার আতঙ্কে ভুগছেন গ্রামবাসীরা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola