Howrah News: হাওড়ায় ৩৩ লক্ষেরও বেশি টাকা সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন ঘটনার দুই মূল চক্রী

Continues below advertisement

ABP Ananda Live: হাওড়ায় ৩৩ লক্ষেরও বেশি টাকা সাইবার প্রতারণার অভিযোগে শনিবার নিউটাউনের হাউসিং কমপ্লেক্স থেকে গ্রেফতার হলেন ঘটনার দুই মূল চক্রী। পাশাপাশি, উদ্ধার করা হল ৩ লক্ষ ১৭ হাজার টাকা, চারটি মোবাইল ফোন, ৩৮ টি সিম কার্ড, এবং দুটি গাড়ি। পরিবারের সব সদস্যের জন্য মিলবে মোটা অঙ্কের স্বাস্থ্য বিমা। এই টোপ দিয়ে ৩৩ লক্ষেরও বেশি টাকা প্রতারণা করার অভিযোগ। ঘটনার ৮ মাস পর ২ জনকে গ্রেফতার করল নিউটাউনের রাজ্য সাইবার সেল উইং। ২০২৩ এর নভেম্বর মাসে মেল করে একটি বেসরকারি ব্য়ঙ্কের তরফে পুরো পরিবারের মোটা অঙ্কের স্বাস্থ্য়বীমা করার প্রস্তাব দেওয়া হয়। নানা অজুহাতে তিনমাসে মোট ৩৩ লক্ষ ৩ হাজার ৭৮৬ টাকা নেওয়া হয়। কিন্তু কোনও পরিষেবা না পেয়ে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি, হাওড়ার চ্যাটার্জিহাট থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। পরে ঘটনার তদন্তভার পায় নিউটনের রাজ্য সাইবার সেল উইং। শুক্রবার নিউ টাউন হাউসিং কমপ্লেক্স থেকে এই ঘটনার দুই মূল চক্রী ওড়িশার বাসিন্দা সুশীল কুমার জেনা এবং প্রণব কুমার ভইকে গ্রেফতার করে পুলিশ।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram