Jitendra Tiwari: 'দলের চাপে দুর্গাপুরে ৪৩-০ করেছিলাম' প্রকাশ্যে ক্ষমা চাইলেন জিতেন্দ্র তিওয়ারি
Continues below advertisement
Durgapur: '২০১৭-র পুর নির্বাচনে দলের চাপে দুর্গাপুরে ৪৩-০ করেছিলাম'। জনসভায় প্রকাশ্যে ক্ষমা চেয়ে স্বীকারোক্তি জিতেন্দ্র তিওয়ারির। 'তৃণমূলের কাউন্সিলররা কীভাবে জিতেছিলেন আমার থেকে ভাল কেউ জানে না'। 'কীভাবে ৪৩-০ করা হয়েছে, আপনারা জানেন'। 'তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী'। ২০১৭-য় তৃণমূলের জেলা সভাপতি ছিলেন বর্তমান বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। পাল্টা জিতেন্দ্র তিওয়ারির শাস্তির দাবি তৃণমূল নেতা তাপস রায়ের
Continues below advertisement