Bankura News: প্রতিবাদ করায় পিটিয়ে 'খুন', TMC নেতার যাবজ্জীবন কারাদণ্ড..
Court On Bankura TMC leader Life Term Imprisonment : ১২ বছর আগে বাঁকুড়ার প্রতিবাদী খুন, তৃণমূল নেতার যাবজ্জীবন কারাদণ্ড। খুনের মামলায় তৃণমূলের অঞ্চল সভাপতি-সহ ৭জনের যাবজ্জীবন কারাদণ্ড। ২০১২: ইন্দিরা আবাস যোজনার টাকা 'তছরুপ', প্রতিবাদ করায় পিটিয়ে খুন। প্রতিবাদী গোলাম কুদ্দুস শেখ খুন, ৪১জনের বিরুদ্ধে অভিযোগ। ১৩জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে বাঁকুড়ার জয়পুর থানার।
বউবাজারে টেলিভিশন মেকানিককে পিটিয়ে খুনের ঘটনায় হস্টেল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। তাদের সঙ্গে ছিলেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা ও মুচিপাড়া থানার পুলিশ। হস্টেল সুপারকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। বউবাজারে মোবাইল চোর সন্দেহে টেলিভিশন মেকানিককে পিটিয়ে খুনের ঘটনায় একাধিক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বউবাজারের নির্মলচন্দ্র স্ট্রিটের এই সরকারি হস্টেলে এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেদিনের নৃশংসতার নানান চিহ্ন।সেই সব নমুনা সংগ্রহ করতে সোমবার হস্টেলে গেল ফরেন্সিক টিম।
সঙ্গে ছিলেন লালবাজারের হোমিসাইড শাখা ও মুচিপাড়া থানার অফিসাররা। ABP Ananda LIVE