ICDS: নেই স্কুলবাড়ি, নেই রান্নার জায়গা ১০ বছরেরও বেশি সময় ধরে খোলা আকাশের নীচে আইসিডিএস কেন্দ্র
Continues below advertisement
ICDS: নেই স্কুলবাড়ি (School), নেই রান্নার জায়গা (Kitchen)। ১০ বছরেরও বেশি সময় ধরে খোলা আকাশের নীচে চলছে বাঁকুড়ার (Bankura) শালডাঙ্গামোড় (Shaldangamor) আদিবাসী পাড়ার আইসিডিএস কেন্দ্র (ICDS Center)। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সমস্যার কথা মেনে নিয়েছেন সিডিপিও (CDPO)। অন্যদিকে, নদিয়ার (Nadia) পলাশিপাড়ায় (Palashipara) চালে পোকা থাকার অভিযোগে অভিভাবকদের বিক্ষোভ আইসিডিএস কেন্দ্রে।
Continues below advertisement