Adhir Chowdhury: 'এনআরসি করে সমস্যার সমাধান হলে বিজেপিশাসিত রাজ্য়ে কেন এনআরসি চালু হল না?', সিউড়ির সভা থেকে প্রশ্ন তুললেন অধীর
'কর্ণাটকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ভোট করাতে চেয়েছেন মোদি'। 'কিন্তু জিতবে কংগ্রেস, সাম্প্রদায়িক বিজেপি হারবে'। 'কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বিজেপির বিরুদ্ধে ভোট দিতে বলেননি'।'বিজেপি হারবে বলে দিদির মুখ ভার'। 'মোদি-দিদি দুজনের মুখেই নিম্নচাপ'। 'বিজেপি ৪ বছর আগে নাগরিকত্ব আইন পাস করিয়েছে কিন্তু প্রণয়ন করেনি'। 'কারণ সাংবিধানিক ভাবে নাগরিকত্ব আইন ধোঁকা'। 'বিজেপি রাজনীতি করার জন্য অসমে এনআরসি করেছে'।'১৯ লক্ষ মানুষকে বিদেশি বানিয়ে দিয়েছে বিজেপি'। '১৯ লক্ষের মধ্যে ১৪ লক্ষ মানুষ ছিল হিন্দু'। 'বাংলাতেও এনআরসি হবে, কারণ দিদি-মোদি দুজনই চাইছেন'। 'এনআরসি করে সমস্যার সমাধান হলে বিজেপিশাসিত রাজ্য়ে কেন এনআরসি চালু হল না?''এনআরসি আসলে নির্বাচনের হাতিয়ার'। 'মানুষের সমস্যা থেকে নজর ঘোরাতে এনআরসি নিয়ে আলোচনা করা হয়'। 'মোদি বড় হিন্দু, না দিদি বড় হিন্দু তার প্রতিযোগিতা চলে'। '২০২৪-এ আবার এনআরসি নিয়ে আলোচনা হবে, মানুষের সমস্যার সমাধান হবে না'।'ছত্তীসগড় সরকার ১ কুইন্টাল ধান ২৭৪০ টাকা দিয়ে কেনে'। 'আর বাংলায় কৃষকরা ধান বেঁচতে গেলে তৃণমূলের নেতারা কাটমানি খায়'। 'দেউচাপাঁচামির নামে আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে'
'১ লক্ষ চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী'। 'বীরভূমের বাঘের অবস্থা এখন খুব খারাপ'।'আগে বীরভূমের বাঘ মাছ-মাংস খেত, এখন দাঁত পড়ে গেছে'। সিউড়ি থেকে বললেন অধীর চৌধুরী।