Tapas Roy: 'মমতা না থাকলে ছাগলের তৃতীয় সন্তান নিজেই হবে', তাপসের নিশানায় সুদীপ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: দলের কোন্দলের আবহে মুখ খুলে বিতর্কিত মন্তব্য় করলেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল সাংসদ বললেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে, বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে।'' তৃণমূলের লোকসভার নেতার মন্তব্য়ের সমালোচনায় শুধু বিরোধীরাই নয়, সরব হয়েছেন দলের নেতারাও। কুণাল ঘোষ বললেন, ''উনি যদি আরেকটু থাকতেন, আমি সামনে বসে ভাবসম্প্রসারণটা শুনিয়ে দিতাম!'' অনেকেই পাল্টা বলছেন, শাসক দলের কোন্দল হলে, সেটা তাদের ঘরোয়া বিষয়, সে জন্য় রাজ্য়কে কেন অপমান করা হবে?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram