শিক্ষক দিবস উপলক্ষে এবার বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল ইন্টারন্য়াশনাল ইন্সটিটিউট অফ হোটেল ম্য়ানেজমেন্ট

শিক্ষক দিবস উপলক্ষে এবার বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল ইন্টারন্য়াশনাল ইন্সটিটিউট অফ হোটেল ম্য়ানেজমেন্ট । ছাত্র ছাত্রীদের জীবন গড়তে যাঁরা প্রতিনিয়ত অপরিহার্য ভূমিকা পালন করছেন, এদিন এমনই ১২০ জন শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো হয়। সমাজে শিক্ষকদের ভূমিকা অপরিসীম, তাঁরাই সমাজের মেরুদন্ড। তাই শুধু শিক্ষক দিবস নয়, প্রতিটা দিনই তাঁদের সম্মানপ্রাপ্য়।এই কথা মাথায় রেখেই ইন্টারন্য়াশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্য়ানেজমেন্টের উদ্য়োগে আয়োজন করা হয়েছিল বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানের। শনিবার, শিলিগুড়ির এক বেসরকারি হোটেলে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
যেখানে, শিলিগুড়ি, জলপাইগুড়ি, সিকিম, দার্জিলিঙের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানানো হয়। উদ্য়োক্তারা জানান, শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো হবে গোটা মাস জুড়ে । 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola