Birbhum Murder:'টাকার জন্যই খুন করেছি', ক্যামেরায় কবুল ইলামবাজারে পড়ুয়া খুনে ধৃতর

ইলামবাজারে পলিটেকনিক পড়ুয়া খুনে ধৃত শেখ সলমনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। কোন পথ ধরে ধল্লার জঙ্গলে আনা হয়েছিল পলিটেকনিক পড়ুয়া সৈয়দ সালাউদ্দিনকে? সলমন কি একাই খুন করেছিল? না কি খুনে জড়িত আরও অনেকে? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ। ঘটনাস্থল ধল্লার জঙ্গলে মিলেছে ৪টি গ্লাস, চিপস ও বিরিয়ানির প্যাকেট। প্রশ্ন উঠছে, খুনের আগে মদের আসরে সালাউদ্দিন, সলমন ছাড়া আর কে কে ছিল। সলমনকে জেরা করে সেটাই জানতে চাইছে পুলিশ। ইতিমধ্যেই ইলামবাজারের চৌপাহাড়ি এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। নমুনা সংগ্রহ করতে আজ ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল। ধৃত শেখ সলমনকে নিয়ে আজ বোলপুর মহকুমা আদালতে তোলা হবে। শনিবার রাতে ইলামবাজারে হাড়হিম করা খুনের ঘটনা ঘটে। ধল্লার জঙ্গল থেকে উদ্ধার হয় পলিটেকনিক পড়ুয়ার গলার নলি কাটা, ক্ষতবিক্ষত মৃতদেহ। ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ওই পড়ুয়াকে খুন করা হয় বলে অভিযোগ। খুনের অভিযোগে গতকালই গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত শেখ সলমনকে। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola