Menoka Gambhir: মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা
Continues below advertisement
কয়লাকাণ্ডে ইডির তলবে মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। কিন্তু, মাঝরাতে বন্ধ ছিল ইডির অফিস। কাউকে ডেকে সাড়া না পেয়ে মিনিট ২০ অপেক্ষা করেই ফিরতে হল মেনকা গম্ভীরকে। রাত তখন ১২টা ২০। আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। মেনকা গম্ভীরের আইনজীবী জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর ‘টুয়েলভ থার্টি AM’-এ তাঁর মক্কেল মেনকা গম্ভীরকে কয়লাকাণ্ডে তলব করেছিল ইডি। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই তাঁরা পৌঁছে যান সিজিওয়। কিন্তু, এসে দেখেন, সিজিওয় ঢোকার মেন গেট তালাবন্ধ।
Continues below advertisement
Tags :
Abhishek Banerjee Bangla News Bangla News Live Coal Smuggling Case Coal Case Bengali News ABP Ananda LIVE Menoka Gambhir ABP Ananda Digital ABP Ananda ED ABP Ananda Bengali News