Firecrackers: বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান, ব্যাপক ধরপাকড়
বেআইনি বাজির (Illegal firecrackers) বিরুদ্ধে অভিযান। ব্যাপক ধরপাকড়। হাজার হাজার কেজি বাজি উদ্ধার। বজবজে বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণে ৩টি প্রাণ ঝরে যাওয়ার পর অবশেষে সক্রিয় হল পুলিশ। অন্যদিকে, ঘটনাস্থলে যেতে গিয়ে দফায় দফায় বাধার মুখে পড়ল এবিপি আনন্দ।