RG Kar News: আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানিতে হতাশ IMA বেঙ্গল | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আর জি কর কাণ্ডে সুপ্রিম কোর্টের শুনানিতে হতাশ IMA বেঙ্গল । 'সর্বোচ্চ আদালতে শুনানির সঙ্গে CBI-এর ভূমিকাতেও হতাশ' ।'বিচারের জন্য দ্রুত শুনানির ব্যাপারে নেওয়া হয়নি কোনও পদক্ষেপ' । 'দ্রুত শুনানিতে পদক্ষেপের বদলে কাজে ফিরতে বলা হল জুনিয়র চিকিৎসকদের' । আন্দোলনের জন্য রোগী মৃত্যুর অভিযোগ খারিজ করে দাবি IMA বেঙ্গলের । 'যেভাবে জুনিয়র চিকিৎসকদের দায়ী করে দেখানো হচ্ছে তা পুরোপুরি মিথ্যে' । জুনিয়র ডাক্তারদের পাশে থাকার কথা বলে জানিয়ে দিল IMA বেঙ্গল ।IMA বেঙ্গলের সুরেই জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা সার্ভিস ডক্টর্স ফোরামের

আরও খবর...

'রাস্তা আটকালে সবার অসুবিধা হয়। মাইক বাজালে বয়স্কদের অসুবিধা হয়। পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। কথা বলতে চাইলে জানানো হোক', আন্দোলনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর। কারও বিরুদ্ধে কেস দিইনি বলে সেটাকে দুর্বলতা ভাববেন না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 'পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন', বললেন মুখ্যমন্ত্রী।

'রাস্তা আটকালে সবার অসুবিধা হয়। মাইক বাজালে বয়স্কদের অসুবিধা হয়। পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। কথা বলতে চাইলে জানানো হোক', আন্দোলনকারীদের বার্তা মুখ্যমন্ত্রীর। কারও বিরুদ্ধে কেস দিইনি বলে সেটাকে দুর্বলতা ভাববেন না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। 'পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন', বললেন মুখ্যমন্ত্রী।

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram