IMA News: IMA রাজ্য নেতৃত্ব গণতন্ত্রের A,B,C,D ভুলে গেছে', বললেন কাজলকৃষ্ণ বণিক। ABP Ananda Live

Continues below advertisement

Kajal Krishna Banik: চিকিৎসক সংগঠনের ভোটে আর নেই বলেও ফের প্রার্থী হওয়ার পথে শান্তনু সেন (Shantanu Sen)। IMA-র রাজ্য শাখার সম্পাদক পদে তৃণমূল নেতা-চিকিৎসক মনোনয়ন পেশ করলেন। যদিও এর আগে ২২ সেপ্টেম্বর IMA-র রাজ্য শাখার বৈঠকে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। IMA রাজ্য নেতৃত্ব গণতন্ত্রের A,B,C,D  ভুলে গেছে', বললেন কাজলকৃষ্ণ বণিক।

আরও খবর, গোসাবায় মন্ত্রী বঙ্কিম হাজরাকে ঘিরে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ। স্থানীয় বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ। বিক্ষোভের সময় হাজির ছিলেন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল। মন্ত্রী-সাংসদ-বিধায়কের সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূলকর্মীদের একাংশ। কোনও বাজে কথা বললে কারও রেহাই নেই, হুঁশিয়ারি বঙ্কিমের। গোসাবা বিডিও অফিসে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন বঙ্কিম হাজরা, সুব্রত মণ্ডল ও প্রতিমা মণ্ডল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram