Rampurhat Medical College: রামপুরহাট মেডিক্যাল কলেজে খোদ অধ্যক্ষের বিরুদ্ধেই থ্রেট কালচার চালানোর অভিযোগ
এবার রামপুরহাট মেডিক্যাল কলেজেও থ্রেট কালচার? খোদ অধ্যক্ষের বিরুদ্ধেই থ্রেট কালচার চালানোর অভিযোগ উঠল। অধ্য়ক্ষ, প্রাক্তন ডিন ও এক সহকারী অধ্য়াপকের বিরুদ্ধে স্বাস্থ্য়ভবনে অভিযোগ জানালেন জুনিয়র ডাক্তারদের একাংশ। এখানেও নাম জড়াল অভীক দে, বিরূপাক্ষ বিশ্বাসদের। রামপুরহাট মেডিক্যাল কলেজে খোদ অধ্যক্ষের বিরুদ্ধেই থ্রেট কালচার চালানোর অভিযোগ উঠল। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে চিঠি লিখে অধ্যক্ষ করবী বড়াল, সহকারী অধ্য়াপক স্বরূপ সাহা ও প্রাক্তন ডিন কৌশিক করের নামে অভিযোগ জানান জুনিয়র ডাক্তাররা। এখানেও থ্রেট কালচারে নাম জড়াল বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে, মুস্তাফিজুর রহমান, সৌরভ পালদের। অভিযোগ, রামপুরহাট মেডিক্যাল কলেজে অনার্স পাওয়া, পরীক্ষায় বেশি নম্বর এবং পরীক্ষার হলে কে কোথায় বসবে, সেই সুবিধা শুধু তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের জন্যই বরাদ্দ ছিল। দুর্নীতির মদতদাতা ছিলেন অধ্যক্ষ, প্রাক্তন ডিন ও সহকারী অধ্য়াপক। অধ্যক্ষ করবী বড়াল ও সহকারী অধ্য়াপক স্বরূপ সাহা সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। কৌশিক কর অবশ্য় ফোনে সাড়া দেননি।