Chitfund Scam: চিটফান্ড মামলায় শহর থেকে জেলা এক যোগে ১০ জায়গায় তল্লাশি চালাল
Continues below advertisement
চিটফান্ড মামলায় (Chitfund Case) ফের সক্রিয় ইডি (ED)। পিনকন এবং টাওয়ার গ্রুপ চিটফান্ড মামলায়, কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) সঙ্গে নিয়ে আজ একযোগে ১০ জায়গায় তল্লাশি চালালেন ইডির অফিসাররা। কলকাতা থেকে জেলায় এই তল্লাশি অভিযান চালানো হয়।
Continues below advertisement