Nitish Kumar: লোকসভা ভোটের মুখে ইন্ডিয়া জোটে জোর ধাক্কা, ইন্ডিয়া ছেড়ে NDA-তে নীতীশ কুমার। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda LIVE: ।ইন্ডিয়া ছেড়ে এনডিএ-র হাত ধরতে চলেছেন নীতীশ কুমার। রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের। দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক সেরেই রাজভবনে নীতীশ। কিছুক্ষণের মধ্যেই নীতীশের বাসভবনে পৌঁছবেন বিজেপি বিধায়করা। নীতীশের বাসভবনে যাচ্ছেন হিন্দুস্তান আওয়াম মোর্চার বিধায়করাও। ১০ বছরে ৫ বার 'ডিগবাজি' নীতীশের। ৯ বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। একটু পরেই ইস্তফা দিয়ে বিকেলে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ: সূত্র। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন নীতীশ। দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার সম্ভাবনা। এনডিএ-তে যোগ দিয়ে বিকেল ৪টেয় ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ: সূত্র। নীতীশকে জোটে রাখার মরিয়া চেষ্টা কংগ্রেসের। বারবার চেষ্টা করলেও মল্লিকার্জুন খাড়গের ফোন ধরেননি নীতীশ: সূত্র। বিকেলে পাটনায় পৌঁছচ্ছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বাংলা ও তেলঙ্গানা সফর বাতিল করেছেন অমিত শাহ। কিং মেকার হতে পারেন হিন্দুস্তানি আওয়াম মোর্চার সভাপতি জিতনরাম মাঝি। যোগাযোগ করেছে আরজেডি ও কংগ্রেস: সূত্র। যদিও নীতীশের দিকেই পাল্লা ভারী বলে সূত্রের খবর

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram