RG Kar Case: 'ভাইরাল' সরকারি নির্দেশিকা ঘিরে বিতর্কের মধ্য়েই প্রশ্ন তুলল বিজেপিও। ABP Ananda Live

Continues below advertisement

আর জি কর-কাণ্ডের (RG Kar Incident) আবহে ভাইরাল সরকারি নির্দেশিকা ঘিরে বিতর্কের মধ্য়েই এবার এ নিয়ে প্রশ্ন তুলল বিজেপি। যে চিকিৎসকদের আনা হচ্ছে, তাঁদের জানানো হয়নি কেন, কার নির্দেশে এই আদেশনামা জারি করা হয়েছিল, তা নিয়ে আজ প্রশ্ন তোলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। উত্তর দিয়েছে তৃণমূল (TMC)। 

রাজ্যজুড়ে চলা জুনিয়র ডাক্তারদের- (Junior Doctor Protest) আন্দোলনের মাঝেই স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকা ঘিরে বিতর্ক তৈরি হল। সব সরকারি মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের কাছে, তাঁদের হাসপাতালে কর্মরত RMO এবং সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের নামের তালিকা চেয়ে পাঠালো স্বাস্থ্য ভবন। সেই সঙ্গে চাওয়া হয়েছে ওই সব চিকিৎসকদের রেজিস্ট্রেশন নম্বর এবং উচ্চশিক্ষার ডিগ্রি সংক্রান্ত নথি। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram