Arpita Mukherjee: জেলে গিয়ে অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে চায় আয়কর দফতর

Continues below advertisement

ABP Ananda Live: সিবিআই, ইডি-র পর এবার আয়কর দফতরের রাডারে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা। পার্থ-অর্পিতার নামে রয়েছে আরও বেনামী সম্পত্তি, দাবি আয়কর দফতর সূত্রের। জেলে গিয়ে অর্পিতাকে জেরা করার আবেদন। বেনামি সম্পত্তি খুঁজতেই অর্পিতাকে জেরা প্রয়োজন, আদালতে দাবি আয়কর দফতরের, খবর সূত্রের। এই প্রসঙ্গে কী বলছেন বিজেপি নেতা সজল ঘোষ এবং তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার? 

অন্যদিকে, এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় OMR শিট নিয়ে তদন্ত শুরু করল ED। এর আগে OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির দুই আধিকারিক কৌশিক মাজি ও পার্থ সেনকে গ্রেফতার করে CBI, গতকাল প্রেসিডেন্সি জেলে ২ জনকে প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ED-র আধিকারিকরা সূত্রের খবর, মূলত টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে জানতে চাওয়া হয়। কে এই সংস্থাকে বরাত দিয়েছিল, কত টাকার লেনদেন হয়েছিল, এসবই জানতে চান ED-র আধিকারিকরা, খবর সূত্রের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram