India Coal Crisis:দেশজুড়ে কয়লা-সঙ্কট, বাতিল একাধিক ট্রেন।Bangla News
দেশজুড়ে হঠাৎ কয়লা-সঙ্কট। বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা। দেশের ১৬৫টি তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রায় অর্ধেকে কয়লা-সঙ্কট। ৫৬টি তাপবিদ্যুৎ কেন্দ্রে মজুত কয়লা নামল ১০ শতাংশে। ২৬টি তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা মজুত মা্র ৫ শতাংশ।
চাহিদার সঙ্গে যোগানের তারতম্য। বিভিন্ন রাজ্যে তৈরি হয়েছে বিদ্যুতের আকাল। বহু জায়গাতেই থাকছে না বিদ্যুৎ। পরিস্থিতি সামাল দিতে, যাত্রীবাহী ট্রেন বাতিল করে, বেশি করে কয়লার রেক তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
রাতে পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক অর্জুন সিংহর। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েলের ডাকে দিল্লি রওনা দিলেন অর্জুন সিংহ। পাটশিল্পের পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা। পাটশিল্পে দুরাবস্থা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ অর্জুনের। সাহায্য চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পরদিনই দিল্লিতে তলব অর্জুনকে।বিদ্রোহী অর্জুনকে দিল্লিতে তলব কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর।