Dilip Ghosh:'ইন্ডিয়া পাল্টে ভারত হবে, যার পছন্দ হবে না বাইরে যাবে' হুঙ্কার দিলীপের
Continues below advertisement
দেশের নাম বিতর্কে এবার হুঙ্কার দিলীপ ঘোষের। 'ইন্ডিয়া পাল্টে ভারত হবে, যার পছন্দ হবে না বাইরে যাবে। যে ইন্ডিয়া খুঁজবে, ব্রিটেনে গিয়ে খুঁজুক। সব পাল্টাচ্ছে, পাল্টে দেব আমরা। কারও হিম্মত নেই আটকে রাখার। ভারতের বেশিরভাগ বড় শহরের নাম পাল্টে গেছে। যারা ভারতকে পরাধীন করেছিল, তাদের কোনও স্মৃতি থাকবে না। বিজেপি ক্ষমতায় এলে কলকাতার রাস্তা থেকে ব্রিটিশদের মূর্তি উপড়ে ফেলব। গোলামির চিহ্ন থাকবে না, ওখানে ভগীরথ, শঙ্করাচার্যর মূর্তি থাকবে।'খড়গপুরে চা-চর্চায় গিয়ে হুঙ্কার বিজেপি সাংসদ দিলীপ ঘোষের।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bharat ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News - Bengali News Name Controversy