Grammy Awards: গ্র্যামি অ্যাওয়ার্ডে ভারতীয় শিল্পীদের জয়জয়কার, পুরস্কার জয় জাকির হুসেন-শঙ্কর মহাদেবনের

৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডে ভারতীয় শিল্পীদের জয়জয়কার। তিনটি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিলেন জাকির হুসেন। বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স, বেস্ট কনটেম্পোরারি ইন্সট্রুমেন্টাল । বিভাগে পুরস্কার জিতেছেন জাকির । বেস্ট গ্লোবাল মিউজিক বিভাগে পুরস্কার জিতেছেন জাকির। গ্র্য়ামি জিতেছেন ফিউশন ব্যান্ড 'শক্তি'-র অন্যতম সদস্য শঙ্কর মহাদেবনও। 'দিস মোমেন্ট' অ্যালবামের জন্য শঙ্কর মহাদেবন গ্র্যামি জিতেছেন বেস্ট গ্লোবাল মিউজিক বিভাগে। এর আগে ২০০৯ সালে গ্র্যামি জেতেন পদ্মবিভূষণ জাকির হুসেন। ১৫ বছর পর আবার একসঙ্গে তিনটি গ্র্যামি পুরস্কার প্রবাদপ্রতিম শিল্পীর ঝুলিতে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola