Swimming competition: দৃষ্টিহীনদের নিয়ে সাঁতার প্রতিযোগিতার আয়োজন ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটিতে | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: দৃষ্টিহীনদের নিয়ে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করল ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি এবং ব্লাইন্ড পার্সনস্ অ্য়াসোসিয়েশন। প্রায় ২০০ জন প্রতিযোগী নিয়ে শনিবার প্রতিযোগিতার আয়োজন করা হয় ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটিতে।

RG কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একজন গ্রেফতার। ধর্ষণ-খুনের ঘটনায় ধৃতের নাম সঞ্জয় রায়। পুলিশ সূত্রে খবর, সঞ্জয় বহিরাগত হলেও, হাসপাতালে তাঁর অবাধ যাতায়াত ছিল। RG কর হাসপাতালে জরুরি বিভাগের চারতলার সেমিনার রুমে পড়েছিল একটি ব্লু-টুথ হেডফোনের ছেঁড়া তারের অংশ। তদন্তে নেমে দেখা যায় সেটি সঞ্জয় রায়ের, সেই সূত্রেই তাঁকে পাকড়াও করা হয়, খবর পুলিশ সূত্রে। 
গতকাল টালা থানায় নির্যাতিতার বাবার করা অভিযোগের ভিত্তিতে ধর্ষণ ও খুনের মামলা রুজু। এই ঘটনায় আরও কেউ যুক্ত থাকতে পারে বলে পুলিশের অনুমান। অপরাধের জায়গা খতিয়ে দেখতে আরজি করে ডিসি নর্থ অভিষেক গুপ্ত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola