Indian Railways: এবার চলবে AC Local Train, কিন্তু আরাম পেতে পকেটে ছ্য়াঁকা খেতে হবে না তো?

ABP Ananda Live: শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত এবার চলবে AC লোকাল ট্রেন। কষ্টের যাত্রা এবার হবে আরামদায়ক।  চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্য়ক্টরিতে বানানো হয়েছে ১২ বগির রেকটি। বুধবার সেটি কলকাতায় এসে পৌঁছেছে। মুম্বাই, চেন্নাইয়ের পর এবার কলকাতা এবং শহরতলিতে পাওয়া যাবে AC লোকাল ট্রেনের পরিষেবা।  প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপাতত শিয়ালদা মেন লাইনে চালানো হবে ট্রেনটি। মেট্রোর মতোই এতে থাকছে জিপিএস বেসড অ্য়ানাউন্সমেন্ট সিস্টেম, টকব্য়াকের ব্য়বস্থা। মেট্রোর মতোই শুধুমাত্র স্টেশন এলেই খুলবে ট্রেনের দরজা। এতে দুর্ঘটনার আশঙ্কা কমবে বলেই মনে করা হচ্ছে। পূর্ব রেল সূত্রে খবর, দ্রুত আরেকটি রেক আনা হবে। ২টি রেক পরীক্ষার পর যাত্রী পরিষেবা শুরু হবে। স্বাভাবিকভাবেই এই খবর পেতেই মুখে হাসি ফুটেছে নিত্য়যাত্রীদের। কিন্তু অনেকেরই প্রশ্ন, আরাম পেতে গিয়ে শেষে পকেটে ছ্য়াঁকা খেতে হবে না তো। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola