International Yoga Day: আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস, জলে যোগ দিবস পালন নৌ বাহিনীর | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস, জলে যোগ দিবস পালন নৌ বাহিনীর । আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস। এবারের থিম 'সমাজের জন্য যোগ'। ২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয় যোগ দিবস। এবছর শ্রীনগর থেকে দেশ ও বিশ্বকে যোগ দিবসের বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যোগ দিবস কর্মসূচিতে অংশ নেবেন মোদি।

 

 

NEET-NET নিয়ে তোলপাড়, এবার আসরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী (Union Education Minister Dharmendra Pradhan)। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।

বিহার সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে। পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত তথ্য়ও আসছে। পাটনা পুলিশ তদন্ত করছে, পুরো রিপোর্ট ভারত সরকারের কাছে পাঠাবে, জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। বিহারের পুলিশের তদন্ত নিয়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী, কিছু ভুল কিছু এলাকায় হয়েছে। পুরো তথ্য় জানার পরে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। NTA হোক বা NTA-এর যে কোনও বড় ব্যক্তিই হোক। দোষী পাওয়া গেলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। 'কারও স্বার্থে ছাত্র-ছাত্রীদের জন্য পণবন্দি না করা হয়। ছাত্র-ছাত্রীদের স্বার্থরক্ষাই আমাদের প্রাথমিকতা', আশ্বাস কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। মেডিক্যাল এন্ট্রান্সে প্রয়োজনে সংশোধনীর আশ্বাস কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram