J P Nadda: আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস, যোগ দিবস পালন করলেন জে পি নাড্ডা | ABP Ananda live

Continues below advertisement

ABP Ananda LIVE: আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস। এবারের থিম 'সমাজের জন্য যোগ'। ২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয় যোগ দিবস। এবছর শ্রীনগর থেকে দেশ ও বিশ্বকে যোগ দিবসের বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যোগ দিবস কর্মসূচিতে অংশ নিলেন মোদি

 

নাবালক খুনের ঘটনার পর ছেলেধরা নিয়ে গুজবের জেরে (Child theft rumors) মহিলা সহ তিনজনকে গণপিটুনি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সরগরম বারাসত (Barasat Mass beaten)। এবার গুজবের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রচার (Police Campaign) করলেন স্বয়ং জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া। যেখানে পুলিশের সামনেই ওই মহিলাকে বেধড়ক মারধর করা হয়েছিল সেখানেও রাস্তায় নেমে গুজব রুখতে প্রচার চালাতে দেখা গেল তাঁকে। এই বিষয় নিয়ে বেশ কিছুক্ষণ কথাও বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। গুজবের বশে কোনও সিদ্ধান্ত না নেওয়ার জন্যই সাধারণ মানুষের কাছে আবেদন জানান তিনি। বুধবারই সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার জানিয়ে ছিলেন, কাজী পাড়ায় যা ঘটেছে তা ছিল একটি খুনের ঘটনা। এর সঙ্গে ছেলেধরার কোনও সম্পর্ক নেই। সাধারণ মানুষের কাছে অপপ্রচারে কান না দেওয়ার আবেদনও করেছিলেন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram