ISF-TMC Clash: আইএসএফ -তৃণমূলের সংঘর্ষে অগ্নিগর্ভ ভাঙড়, অশান্তির আঁচ কলকাতায় | ABPAnandaLIVE

Continues below advertisement

7 tay banglay: আইএসএফ (ISF) -তৃণমূলের (TMC) সংঘর্ষে অগ্নিগর্ভ ভাঙড় (Bhangar)। হাতিশালায় পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। আইএসএফের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা আইএসএফ কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ শাসকদলের। দুপক্ষের সংঘর্ষে ইটবৃষ্টি। বোমাবাজি (Bombing), গুলি চলারও অভিযোগ। পুড়ল তৃণমূলের অফিস। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী (Police Force)। অশান্তির আঁচ কলকাতায় (Kolkata)। ধর্মতলায়(Dharmatala) আইএসএফের(ISF) অবরোধ। তুলতে গেলে পুলিশের(police) সঙ্গে আইএসএফ (ISF) কর্মীদের সংঘর্ষ। টেনে-হিঁচড়ে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে (noushad siddique) প্রিজন ভ্যানে(Prison van) তোলে পুলিশ (Police)। এরপর আরও উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা(Dharmatala) চত্বর। ইট ছুড়তে ছুড়তে পুলিশকে তাড়া করে আইএসএফ কর্মী-সমর্থকরা। ঘোরাল হয়ে ওঠে পরিস্থিতি। পৌঁছয় আরও পুলিশ বাহিনী(Police Force)। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু কাঁদানে গ্যাসের (Tear Gas) সেল ছুড়তে থাকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram