Islampur: সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ,ইসলামপুরে বামেদের বিক্ষোভে ধুন্ধুমার
ABP Ananda Live: মহম্মদ সেলিমের (md selim)বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি । ইসলামপুরে এসপি অফিসের সামনে বামেদের বিক্ষোভে ধুন্ধুমার ।
বিধানসভা ভোট-পরবর্তী হিংসা মামলা রাজ্যের বাইরে সরানোর শুনানি স্থগিত। ৪০-এর বেশি মামলা রাজ্যের বাইরে সরাতে আর্জি জানিয়েছিল সিবিআই। সেই মামলার শুনানি স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। রাজ্যের হলফনামার জবাব দিতে সিবিআইকে ৩ সপ্তাহ সময় দিল সর্বোচ্চ আদালত। 'ভোট-পরবর্তী হিংসা মামলায় অভিযোগকারী, সাক্ষী ও আইনজীবীদেরও হুমকি দেওয়া হচ্ছে'। 'বাংলায় স্বাধীন ভাবে মামলাগুলির বিচার সম্ভব নয়', দাবি করে মামলা সরাতে সুপ্রিম কোর্টে আর্জি জানায় সিবিআই। সিবিআইয়ের দাবির বিরোধিতা করে হলফনামা জমা দেয় রাজ্য। গত শুনানিতে রাজ্যের বিভিন্ন আদালতে চলা মামলা স্থগিতের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
বাগদায়(bagdah) বিজেপি কর্মীদের ধর্ষণের হুমকির অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। তৃণমূলের জয়ের পর থেকেই হুমকি দিচ্ছে বাগদা থানার এক সিভিক ভলান্টিয়ার। বাগদা থানায় অভিযোগ দায়ের মহিলা বিজেপি কর্মীদের একাংশের। অভিযুক্তর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে, দাবি পুলিশ সূত্রের।