Islampur News: কাটমানির অভিযোগে রণক্ষেত্র ইসলামপুর | তৃণমূল পঞ্চায়েত প্রধানকে তাড়া গ্রামবাসীদের | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: আবাস যোজনায় বাড়ি পেতে কাটমানির অভিযোগে রণক্ষেত্র ইসলামপুর। তৃণমূল পঞ্চায়েত প্রধানকে তাড়া গ্রামবাসীদের। চাপে পড়ে ২০৬জনকে টাকা ফেরত।

আরও খবর...

অনুব্রত ফিরতেই বীরভূম তৃণমূলে পট পরিবর্তন? এবার তৃণমূলের জেলা কার্যালয় থেকে সরল কোর কমিটির নেতাদের ছবি দেওয়া হোর্ডিং। হোর্ডিংয়ে ছিল তৃণমূল নেত্রীর তৈরি করা কোর কমিটির ৫ সদস্য। হোর্ডিংয়ে ছিল আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিন্হা, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ, সুদীপ্ত ঘোষের ছবি। সেই হোর্ডিং সরানো হল বীরভূম তৃণমূলের জেলা কার্যালয় থেকে। বোলপুরে তৃণমূলের জেলা কার্যালয় সেজেছে অনুব্রত মণ্ডলের কাটআউটে। গতকাল চন্দ্রনাথ সিন্হা, বিকাশ রায়চৌধুরীদের সঙ্গে দেখা করেননি অনুব্রত।

ত্রাণের ত্রিপল বিলি নিয়ে বাঁকুড়ায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে দলের অন্দরেই তৈরি হয়েছে ক্ষোভ। যে এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, সেখানে ত্রিপল বিলি না করে, তৃণমূলের এলাকায় তা বিলি করছেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। অভিযোগ তুলেছেন গেরুয়া শিবিরের কর্মীরাই।ত্রাণের দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরাও। ত্রিপল বিলি নিয়ে মন্তব্য এড়িয়েছেন বাঁকুড়ার বিধায়ক। বিজেপি জেলা সভাপতির সাফাই, ত্রাণ বিলিতে আমরা-ওরা করছে রাজ্য সরকার। তৃণমূলের কটাক্ষ, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসায়, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বিজেপি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram