RG Kar Protest: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের স্টেটাস ঘিরে বিতর্ক | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপ ঘোষের স্টেটাস ঘিরে বিতর্ক। আর জি কর-কাণ্ডে গ্রেফতার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল নিয়ে প্রশ্ন। ১৯ তারিখ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল রাজ্য মেডিক্যাল কাউন্সিলরের। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের ওয়েবসাইটে সন্দীপের নামের পাশে স্টেটাস দেখাচ্ছিল 'সাসপেন্ডেড'। আজ সন্ধে থেকে সন্দীপের নামের পাশ থেকে উধাও 'সাসপেন্ডেড', দাবি ওয়েস্টবেঙ্গল ডক্টর্স ফোরামের। 'আদৌ কি সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে?' প্রশ্ন ওয়েস্টবেঙ্গল ডক্টর্স ফোরামের। টেকনিক্যাল সমস্যার কারণে হয়ে থাকতে পারে, প্রতিক্রিয়া রাজ্য মেডিক্যাল কাউন্সিলের। সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন সাসপেন্ডেডই রয়েছে, দাবি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের।
আরও খবর..
মাল পুরসভায় প্রায় ১২০ কোটির 'দুর্নীতি', চেয়ারম্যানকে সরাল তৃণমূল। হাইকোর্টে মামলা হতেই মাল পুরসভার চেয়ারম্যানকে সাসপেন্ড তৃণমূলের। আবাস যোজনা থেকে সৌন্দর্যায়ন, পুরসভার বিভিন্ন কাজে দুর্নীতির অভিযোগ। জেলা পরিষদের জমি প্লট করে বিক্রির অভিযোগ পুরপ্রধানের বিরুদ্ধে। '৯ অগাস্ট বিভিন্ন দফতরে দুর্নীতির অভিযোগ জানালেও কোনও কাজ হয়নি', বাধ্য হয়ে ১০ সেপ্টেম্বর হাইকোর্টে মামলা, জানালেন অভিযোগকারী আইনজীবী। হাইকোর্টে মামলা হতেই মাল পুরসভার চেয়ারম্যানকে সাসপেন্ড করল তৃণমূল।
অশোক দিন্দার পর এবার প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে নাটক বলে কটাক্ষ দিলীপের। 'সবাই প্রশ্ন করছে, এত নাটক করে, রাত জেগে কী হল?', জুনিয়র ডাক্তারদের খোঁচা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির।