Ispat Express: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, মেরামতির পর রওনা দিল ইস্পাত এক্সপ্রেস
বড়সড় দুর্ঘটনা এড়াল ওড়িশাগামী ইস্পাত এক্সপ্রেস। দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশনে ট্রেনের ৩ ও ৪ নম্বর কাপলিং খুলে যাওয়ায় বিপত্তি। সাঁতরাগাছি স্টেশন ছাড়ানোর পরেই ট্রেন থেকে ২টি কামরা আলাদা হয়ে যায়। সেইসময় ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।