Israel terrorist attack: ইজরায়েলে ভয়ঙ্কর জঙ্গি হামলা

Continues below advertisement

জঙ্গি হানায় (Terrorist attack) রক্তাক্ত ইজরায়েলের (Israel) জেরুজালেম। উপাসনাগৃহে জঙ্গি হানায় নিহত অন্তত ৮, আহত ১০। ইজরায়েলের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ৮.১৫ নাগাদ জেরুজালেমের একটি উপাসনা গৃহে আচমকা গুলি চালায় এক বন্দুকবাজ (Gunman)। পাল্টা পুলিশের গুলিতে নিহত হয়েছে বন্দুকবাজ। কীভাবে জঙ্গি হানার প্রত্যুত্তর, তা নিয়ে আজ জরুরি বৈঠকে বসছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানইয়াহু। এই হামলার আগের দিনই জেনিনের শরণার্থী শিবিরে ইজরায়েলি সেনার গুলিতে এক বৃদ্ধা সহ পালেস্তাইনের ৯ নাগারিকের মৃত্যু হয়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram