Dholaghat: থানায় আবু সিদ্দিকিকে ইলেক্ট্রিক শক দেওয়ারও অভিযোগ | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: 'জামিন নিশ্চিত করতে পুলিশকে দিতে হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার টাকা' । হাইকোর্টে বিস্ফোরক দাবি ঢোলাহাটের নিহতর পরিবারের । থানায় আবু সিদ্দিকিকে ইলেক্ট্রিক শক দেওয়ারও অভিযোগ । '৩ জুলাই রাত ৮.০৫-এ থানায় চুরির অভিযোগ দায়ের, ৪ জুলাই ভোররাতে গ্রেফতার' পুলিশ হেফাজতের আবেদন জানালেও জামিন দেয় আদালত, সওয়াল রাজ্যের । '২৩ জুন থেকে থানার সিসি ক্যামেরা বিকল' । 'জানানো হয় বিচারক ও Webel-কে' । ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছে, হাইকোর্টে দাবি রাজ্যের । 'হাসপাতাল থেকে জানা গেছে মৃত যুবকের জন্ডিস ছিল' 'বেড়ে যায় ক্রিয়েটিনিনের মাত্রা' । থানায় মারের জেরে মৃত্যুর অভিযোগ খারিজ করে দাবি রাজ্যের । ময়নাতদন্তের ভিডিও রেকর্ডিং সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের । 'কাকদ্বীপ হাসপাতালের ৪ জুলাইয়ের সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে' । যেখানে মৃত্যু হয়েছে, সেই হাসপাতালেরও ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের । 'যে পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ, তাঁর বিরুদ্ধেও পদক্ষেপ করা হয়েছে' । হাইকোর্টে দাবি রাজ্যের, কাল ফের শুনানি

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram